আমাদের সম্পর্কে

“শমশের হার্ট কেয়ার”  হার্টের সব ধরনের চিকিৎসার জন্য একটি অনন্য প্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠা পেয়েছে ২০১০ সালে। এটি  ডা. এম, শমশের আলী (এম বি বি এস, এম মেড , ডক্টর অব মেডিসিন এমডি কার্ডিওলজি), হার্ট  স্পেশালিষ্ট ও মেডিসিন বিশেষজ্ঞ দ্বারা প্রতিষ্ঠিত।শমশের হার্ট কেয়ার একটি কাটা-ছেঁড়া বিহীন হার্টের চিকিৎসা কেন্দ্র। সম্পূর্ণ বৈজ্ঞানিক চিকিৎসা সেবার এই প্রতিষ্ঠানের সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা  ও চিকিৎসা কাটা-ছেঁড়া বিহীন (Non-invasive) পদ্ধতিতে সম্পন্ন করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানে হার্টের রোগীদের জন্য প্রয়োজনীয় প্রায় শতভাগ পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে এবং সকল পরীক্ষা–নিরীক্ষাই লেটেষ্ট ভারসানের মেশিনারিজ সুদক্ষ ডাক্তার ও টেকনিশিয়ানের মাধ্যমে সঠিক মান বজায় রেখে করা হয়ে থাকে।

উক্ত প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্টগুলো হলো: * সুনির্বাচিত এলোপ্যাথিক মেডিসিন প্রদান * রোগীর অসুস্থ্যতার মাত্রা, শারীরিক যোগ্যতা ও কর্মতৎপরতার উপর ভিত্ত্বি করে সঠিক জীবন ধারা মেনে চলার উপদেশ এবং * রোগের ধরণ ভেদে, রোগীর শারীরিক অবস্থা, রোগীর শারীরিক গঠন, শারীরিক ওজন ইত্যাদির উপর ভিত্তি করে সঠিক খাদ্যাভ্যাসের পরামর্শ প্রদান ও বিজ্ঞানসম্মত জীবনধারা মেনে চলতে সাহায্য করা এবং ক্ষেত্রবিশেষে রোগের গুরুত্ব বিবেচনা করে প্রাকৃতিক/ন্যাচারাল বাইপাস (ECP) চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। ইসিপি চিকিৎসা (থেরাপী) অত্যন্ত কার্যকরী বা ফলপ্রসূত, সম্পূর্ণ কম্পিউটারাইজড, ব্যথা-বেদনামুক্ত ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। আমেরিকান খাদ্য ও ঔষধ প্রশাসন কর্তৃক স্বীকৃত এবং আমেরিকান কলেজ অব কার্ডিওলজী, আমেরিকান কার্ডিয়াক (হার্ট) সোসাইটি ও ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজী দ্বারা সুপারিশকৃত একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি। যা সারা পৃথিবী জুড়ে সকল দেশেই প্রচলিত চিকিৎসা পদ্ধতি।

লক্ষ্য ও উদ্দেশ্য
এ দেশের আপামর জনসাধারণকে বিজ্ঞানসম্মত উপায়ে হৃদরোগের চিকিৎসা প্রদান, হৃদরোগ প্রতিরোধ ও জনসচেনতা বৃদ্ধি করে বর্তমান সময়ে প্রধান প্রাণঘাতী অসুস্থ্যতা বলে বিবেচিত হার্ট ডিজিজকে প্রতিহত করার উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠান “শমশের হার্ট কেয়ার” এর অগ্রযাত্রা। বর্তমান সময়ে আমাদের দেশে  হার্টের অসুস্থতার প্রধান কারণ হার্টের রক্তনালীতে ব্লক প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রিং ও বাইপাস পদ্ধতির মাধ্যমে চিকিৎসা প্রদানই একমাত্র বৈজ্ঞানিক পন্থা বলে আমাদের দেশের হার্টের চিকিৎসকগণ রোগীদের পরামর্শ প্রদান করে থাকেন। কেউ কেউ সামান্য কারনেই রোগীকে রিং-বাইপাস করার প্ররোচানা করে থাকে। রিং ও বাইপাসের মাধ্যমে চিকিৎসা কিন্তু রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ্য করতে অপারগ এবং এ ধরনের চিকিৎসা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণও বটে। এসব পদ্ধতির চিকিৎসা অধিক ব্যয়বহুল হওয়ায় আমাদের দেশের অনেক রোগী শুধুমাত্র অর্থনৈতিক কারণে এ ধরনের চিকিৎসা গ্রহনে ব্যর্থ হচ্ছেন, আবার অনেক হার্টের রোগী কাটা-ছেঁড়া করে চিকিৎসা গ্রহনে আগ্রহী নন, অনেক রোগী রিং ও বাইপাস করতে না পারায় বা করতে না চাওয়ায় চিকিৎসকগণ (কার্ডিওলজিষ্ট) অন্যভাবে (রিং ও বাইপাস ছাড়া) চিকিৎসা প্রদানে আগ্রহী না হওয়ায় রোগীগণ নানাবিধ অপচিকিৎসা গ্রহনে বাধ্য হচ্ছেন।

অনেক হার্টের রোগীর হার্টের রক্তনালী ব্লক বা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও অন্যান্য শারীরিক অসুস্থ্যতার কারণে রিং ও বাইপাস করার অযোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন। অনেকের হার্টের পাম্পিং পাওয়ার অত্যাধিক পরিমানে কমে যাওয়ায় মানে হার্ট অত্যাধিক দূর্বল হওয়ায় রিং ও বাইপাস করার অযোগ্য বলেও বিবেচিত হয়। যেমন কিডনি ফেইলুর, ক্যানসারে আক্রান্ত রোগী, লিভার ফেইলুর রোগী।

উপরোল্লেখিত রোগীদেরকে সঠিকভাবে বৈজ্ঞানিক চিকিৎসা প্রদান করার মত কোনরূপ চিকিৎসা কেন্দ্র এ দেশে না থাকায় এবং এসব রোগীদের সুচিকিৎসার নিমিত্ত্বে আমরা “শমশের হার্ট কেয়ার” নামক চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রয়াস পাই।
হার্টেররোগ যেহেতু একটি জীবনধারা ও খাদ্যাভ্যাস  জনিত অসুস্থ্যতা, তাই একে শুধুমাত্র মেডিসিন, রিং অথবা বাইপাস ও ইসিপি চিকিৎসার মাধ্যমে কার্যকরীভাবে মোকাবেলা করা সম্ভব নয়। তাই শমশের হার্ট কেয়ার এ রোগের চিকিৎসায় মেডিসিন ও ই.সি.পি চিকিৎসার পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রত্যেক রোগীকে আলাদা আলাদাভাবে তার জন্য সর্বোৎকৃষ্ট খাদ্যাভ্যাস ও জীবনধারা মেনে চলার সু-পরামর্শ দেওয়া হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে এ ধরনের রিং ও বাইপাস ছাড়া চিকিৎসা প্রদান করে, শমশের হার্ট কেয়ার এ দেশের আপামর জনসাধারনের একটা অংশের আস্থা অর্জন করতে সামর্থ হয়েছে এবং আমরা মনে করছি এ ধরনের অবস্থাই আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে।

অনেক হার্টের রোগী এক বা একাধিকবার রিং ও বাইপাস করার পরেও আবারও হার্ট ব্লকে আক্রান্ত হচ্ছেন। যার ফলে এ সমস্ত রোগীগণ রিং ও বাইপাস করতে রাজি হচ্ছেন না। অনেকে পূর্বে রিং ও বাইপাস করার পরবর্তীতে হার্ট দুর্বল হয়ে হার্ট ফেইলুরে আক্রান্ত হচ্ছেন। তাদেরকেও আর রিং বা বাইপাস করা সম্ভব হচ্ছে না। এ ধরনের রোগীদের চিকিৎসার জন্য শমশের হার্ট কেয়ার একটি উপযুক্ত প্রতিষ্ঠান।

শমশের হার্ট কেয়ার এর ঠিকানা – ২৪/১, খিলজি রোড, শ্যামলী হল কমপ্লেক্স, শ্যামলী, ঢাকা
যোগাযোগঃ ০২-৯১৪৪৩৩৪, ০১৯৭১৫৬৫৭৬১, ০১৯৭০৮৮৭৭৬৬, ০১৯৭১৫৭৫৬৬১,

SEO Tag-

Heart Attack, Heart Specialist, Dr. M Shomsher Ali, Natural Bypass, Heart Failure, Gas, Kidney Failure, Chest Pain, Palpitaion, Brain Stoke, Cardiology, Ring-Bypass, Bypass Surgery, Heart Block, Stoke, Vertigo, High Presure, Low Pressure, Diet for Heart, Lifestyle, Heart Cheq-Up, ECG, ECHO, ETT, TMT, Angiogram, Cholesterol, ECP Therapy, Clinic Hospital, Weakness, Thyroid Hormone, Medicine, Shyamoli, Paralysis, Astma, Cough, Chest-burning, Monitoring, Cheap Treatment, Sweating, Back Pain, Low Back Pain,

রিং-বাইপাস ছাড়া চিকিৎসা, হার্ট ব্লক, ন্যাচারাল বাইপাস, হার্টের চিকিৎসা, হৃদরোগ বিশেষজ্ঞ, হার্ট স্পেশালিষ্ট, কার্ডিওলজিষ্ট, ডাঃ এম শমশের আলী, ঢাকা মেডিকেল, ডাঃ এম শমশের আলী, বুক ব্যাথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, প্যালপিটিশন, উচ্চ রক্তচাপ, ই,টি,টি, ইকো-কার্ডিওগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, থাইরয়েড হরমোন, কোলেষ্টেরল, অপারেশন ছাড়া হার্টের চিকিৎসা, এনজিওগ্রাম, সিটি এনজিওগ্রাম, ই,সি,পি, হার্ট ফেইলুর, হার্টের দুর্বলতা, শরীরে পানি আসা, মাথা ঘোরা, হার্টের ভাল্বের সমস্যা, হার্ট ছিদ্র, এনজিওপ্লাষ্টি, কিডনী ফেইলুর, গ্যাস মাথা ঘোরা, জীবনধারা, ক্লিনিক, হাসপাতাল, দুর্বলতা, ক্ষুধামন্দা, খাবার অরুচি, অনিদ্রা, পেট ফাপা
কোষ্ঠকাঠিন্য, শ্যামলী, ঔষধপত্র, প্যারালাইসিস, হাপিয়ে ওঠা, হাপানী,কাশিঁ, বুকজ্বালা, মনিটরিং, কম খরচে চিকিৎসা, ঘেমে যাওয়া, পিঠ ব্যথ্যা, কোমড় ব্যথ্যা