সবধরনের হার্টের অসুস্থতায় আমরা বিজ্ঞানভিত্তিক আধুনিক চিকিৎসা প্রদান করে থাকি। তবে আমরা কোনরূপ কাঁটা-ছেড়া জাতীয় চিকিৎসা যেমন- রিং বসানো এবং হার্টের অপারেশন করি না।উচ্চ রক্তচাপ জনিত হার্টের সমস্যা, ডায়াবেটিস জনিত হার্টের সমস্যা, হার্টব্লক জনিত সমস্যা, ষ্ট্রোক, কিডনির অসুস্থ্যতা ও হার্টের সমস্যায়, থাইরয়েড হরমোনজনিত হার্টের সমস্যা, রিং ও বাইপাস পরবর্তী হার্টের সমস্যা এবং অন্যান্য সকল ধরনের হার্টের অসুস্থতার চিকিৎসা প্রদান করে থাকি।কম জটিল অবস্থায় আমরা মেডিসিন, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনধারা প্রয়োগের মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকি। অতি জটিল রোগী, হার্ট ফেইলুরের রোগী, যাদের হার্ট অত্যাধিক দূর্বল হয়ে পড়েছে, যাদের হার্টে ব্লকের পরিমান বা সংখ্যা বেশী, যারা পূর্বে রিং-বাইপাস করার পর আবারও অসুস্থ্য হয়ে পড়েছেন, যারা হার্ট ব্লকের পাশাপাশি কিডনি অসুস্থ্যতায়, ষ্ট্রোকে, লিভারের সমস্যায়, ক্যানসারে ও অনিয়ন্ত্রতিত ডায়াবেটিস রোগে ভূগছেন, তাদের জন্য ন্যাচারাল বাইপাস (ইসিপি) থেরাপির মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।
শমশের হার্ট কেয়ার এর ঠিকানা – ২৪/১, খিলজি রোড, শ্যামলী হল কমপ্লেক্স, শ্যামলী, ঢাকা
যোগাযোগঃ ০২-৪৮১২১৭৫৮, ০১৯৭১৫৬৫৭৬১, ০১৯৭০৮৮৭৭৬৬, ০১৯৭১৫৭৫৬৬১,